পিরোজপুর বড় মসজিদের প্রাচীন ভবনের ইতিহাস
পিরোজপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বড় মসজিদ শুধু জেলার ধর্মপ্রাণ মানুষদের প্রাণকেন্দ্রই নয়, এটি এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামি সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য। প্রায় ১৫০ বছর আগে, ব্রিটিশ শাসনামলে, জৈনপুর (ভারতের উত্তর প্রদেশ) থেকে আগত হাফেজ মো. সোলায়মান এই পবিত্র স্থাপনাটির সূচনা করেন। প্রথমদিকে এটি ছিল একটি সরল কাঠ ও গোলপাতায় তৈরি ছাউনিযুক্ত কাঠামো, যা স্থানীয় মুসলমানদের নামাজ আদায়ের একমাত্র জায়গা ছিল।